মুনীর ফিরোজ
মুনীর ফিরোজ পুরো নাম মো. মনিরুল আলম ফিরোজ। বাবা মো. খোরশেদ আলম পেশায় ছিলেন একজন অধ্যাপক। মা আয়েশা খানম ছিলেন গৃহিণী। ১৯৬৩ সালে সাবেক বৃহত্তর নোয়াখালী জেলা, বর্তমান লক্ষ্মীপুর জেলার রসুলগঞ্জ বাজার ৪ নং ইউনিয়নের চররুহীতা গ্রামের আফসার উদ্দিন পাটওয়ারী বাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন লেখক। দাদা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। নানা ছিলেন রায়পুর আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস। শৈশব কাল গ্রামে কাটলেও ১৯৭৩ সাল থেকে ঢাকায় বসবাস শুরু করেন লেখক। ১৯৮১ সালে ঢাকার স্বনামধন্য স্কুল তেজগাঁও গভ. উচ্চ বিদ্যালয় থেকে তিন বিষয়ে লেটার মার্কস নিয়ে প্রথম বিভাগে এসএসসি ও ১৯৮৩ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৮৭-৮৮ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এম.কম (ব্যবস্থাপনা) পাস করেন। বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম একটি শরীয়াভিত্তিক ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। পরিবার নিয়ে ঢাকার বাড্ডায় বসবাস করেন। "লিলিপুট দ্য কিং অব ম্যাথ' মুনীর ফিরোজের দ্বিতীয় কিশোর গল্প সংস্করণ। তার প্রকাশিত অন্যান্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে-নাফ-নদীর ভালোবাসা (গল্পগ্রন্থ), বল্লার দংশন (কিশোর গল্পগ্রন্থ), স্টুডেন্ট'স জেনারেল নলেজ ব্যাংক (তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত) ও পবিত্র কুরআনে মহান আল্লাহর আদেশ ও নিষেধ (ইসলামিক গবেষণা)।