মুর্শিদা জামান
মুর্শিদা জামান জন্ম ১৯৮৩ সালে বরিশালের ঝালকাঠিতে। দক্ষিণ বঙ্গের বন্দরনগরী খুলনার উন্মুক্ত-উদার পরিবেশে তাঁর বেড়ে ওঠা ও শিক্ষা-সংস্কৃতির প্রথম পাঠ। ইডেন বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে সম্পন্ন করেছেন অনার্স ও মাস্টার্স। লেখালেখির হাতেখড়ি ছোটবেলা থেকেই, সে-সময়েই শুরু করেন লেখা দেশের বিভিন্ন পত্রপত্রিকায়। পরবর্তীকালে প্রকাশিত হয় তাঁর গল্প, কবিতা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নামিদামি পত্রপত্রিকায়। ছাত্রজীবনে কাজ শুরু করেন বাংলাদেশ বেতারের শব্দশিল্পী হিসেবে। এছাড়া তিনি জাপানভিত্তিক একটি আন্তর্জাতিক দাতা সংস্থার সঙ্গে মানবাধিকার কর্মী হিসেবে যুক্ত আছেন। পরবর্তীকালে যোগ দেন বাংলাদেশ রেইনবো ফিল্ম সোসাইটিতে। এই সময়েই বেশ কিছু আন্তর্জাতিক ডকুমেন্টারি ও শর্টফিল্ম পরিচালনা করেন। এছাড়াও আন্তর্জাতিক উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস (ডব্লিউএফডব্লিউপি)-এর সম্মানিত সদস্য। ২০১৯ সালে বুসান সিটি মেয়রের আমন্ত্রণে তরুণ লেখক হিসেবে হিউম্যান রাইটস ফেস্টিভ্যালে যোগদান করেন এবং বিভিন্ন দেশ থেকে আগত অন্য লেখক-শিল্পীদের কাছে নিজের দেশের সংস্কৃতি তুলে ধরেন। দায়িত্বরত আছেন নেপাল, ইতালি, নাইজেরিয়া, ভারত ইত্যাদি দেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের প্রোগ্রামার এবং বিচারক হিসেবে। বর্তমানে মুর্শিদা জামান প্রবাসে বসবাস করছেন এবং ইউরোপের বিভিন্ন সাহিত্য উৎসব ও বইমেলায় আমন্ত্রিত ও সম্মানিত হচ্ছেন নিয়মিত। মুর্শিদার প্রিয় শখ ভ্রমণ এবং প্রাণ প্রকৃতির সংরক্ষণ।