মুশাররাত
মুশাররাত নিহিলিজম ভাবধারায় প্রভাবিত মুশাররাত এ সময়ের একজন সক্রিয় কবিতাকর্মী। শূন্যবাদ ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে লিখেছেন। বিশেষ করে জীবনের গভীর বোধ আর মানুষের মনোজগৎ তাকে দারুণভাবে আন্দোলিত করে। জুলাই অভ্যুত্থান তার যাপিত জীবনকে আরও তীক্ষ্ণভাবে দেখার আকাঙ্ক্ষাকে প্রজ্বলিত করেছে। বৈষম্য বা অবিচারের বিরুদ্ধে মনোভাব তার কবিতায় তুলে এনেছেন খুব স্পষ্টভাবে। বর্তমান প্রজন্মের চিন্তাভাবনা, কাছ থেকে দেখা তাদের কষ্টগুলোকে যেন নিজেই ধারণ করেছেন তার গর্ভে। তাই বুকের ভিতর ঝড় ওঠে দরুণভাবে। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামে মুশাররাতের জন্ম এবং বেড়ে ওঠা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে সরকারি চাকরিতে নিয়োজিত আছেন। পূর্বে প্রকাশিত পাঁচটি কাব্যগ্রন্থ- জিপসী সময়, শিউলী সময়, বৃষ্টিরঙের সময়, মেঘ হয়ে। আসে ভালোবাসা এবং শূন্যরেখায় প্রেম।