মুসলিমা খালেক মেঘলা
মুসলিমা খালেক মেঘলা মুসলিমা খালেক মেঘলা ১৯৯৬ সালের ৪ জুন নারায়ণগঞ্জ জেলার সােনারগাঁ থানার অন্তর্গত ভৌমিক পাড়া গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা জনাব আব্দুল খালেক ব্যবসায়ী এবং মা আরজুদা বেগম গৃহিণী। আট ভাই-বােনের মধ্যে তিনি হলেন ষষ্ঠ। শৈশব কেটেছে ভৌমিকপড়ায় তার পৈত্রিক ভিটায়। ২০১৩ সালে ঢাকার মধ্যবাড়া হাইস্কুল থেকে এস.এস.সি এবং গুলশান কমার্স কলেজ (লিংক রােড) থেকে ব্যবসায় শিক্ষায় এইচ.এস.সি পাস করেন।বর্তমানে তিনি সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের (মগবাজার) বিবিএ অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী (হিসাববিজ্ঞান বিভাগ)। তিনি স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু করেন। শৈশবের নানান স্মৃতি, শহরের যান্ত্রিক জীবন; ফুল, গাছ, পাখি, খােলা আকাশ, বৃষ্টি, খেয়ানৌকা, গােধূলি বেলা, রাতের পৃথিবী এইসবই তার কবিতা লেখার অনুপ্রেরণা। মূলতঃ প্রকৃতিকে ভালােবেসেই কবিতা জগতে আগমন তার। বর্তমানে বিভিন্ন দৈনিক পত্রিকা এবং অনলাইন পাের্টালে তার অসংখ্য লেখা প্রকাশিত হচ্ছে। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, জসীমউদ্দিন সবার কবিতা'ই তিনি অসম্ভব ভালােবাসেন। তবে জীবনানন্দ দাশের প্রকৃতি আর প্রেমের কবিতার প্রতি তার আলাদা একটা টান আছে। “অর্ধ চন্দ্র” তার প্রথম একক কাব্য গ্রন্থ। তিনি লিখতে চান একজীবন।।