Skip to Content
Filters

author.name

মুহম্মদ মনিরুল হুদা

মুহম্মদ মনিরুল হুদা জন্ম ৩ নভেম্বর ১৯৬৫, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা। তিনি মরহুম নজরুল ইসলাম এবং মরহুমা ফরিদা নজরুলের সন্তান। শৈশব থেকেই লেখালেখির জগতে পদার্পণ। তাঁর প্রথম বই নীলরঙা গ্রহ প্রকাশিত হয় ২০০৩ সালে। কল্পবিজ্ঞান দিয়েই যাত্রা শুরু এবং এখনো বিজ্ঞানের অশেষ রহস্যময় ভুবনে তাঁর পদচারণা অব্যাহত রয়েছে। একে একে তাঁর বেশ কয়েকটি বই যোগ হয়েছে বিজ্ঞান কল্পকাহিনীর সীমিত পরিসরে, যা সমৃদ্ধ করে চলেছে ফিকশনের জগৎকে। একজন রোবটের কথা লেখালেখি, ছবি তোলা ও ভ্রমণ তাঁর প্রিয় শখ। স্ত্রী ইসরাত জাহান এবং দুই সন্তান ফাহিম ও নাহিনকে ঘিরেই তার ছোট্ট সংসার, যা তাঁকে কল্পনার জগৎকে অনুসন্ধান করতে অনুপ্রেরণা যোগায়।