Skip to Content
Filters

author.name

মুহাম্মদ কামাল হোসেন

মুহাম্মদ কামাল হোসেন গল্প যাদের রক্তে চলাফেরা করে তাদের নিস্তার নেই। গল্প তাদের তাড়িয়ে বেড়ায়। একটা গল্প লেখা শেষ হলে নতুন আরেক গল্প এসে অতিষ্ঠ করে তোলে। মুহাম্মদ কামাল হোসেনের অবস্থান এই কাতারে। তিনি গল্পের ভেতর শব্দ নিয়ে খেলতে ভালোবাসেন। লেখকের প্রথম বইয়ের নাম 'অর্ধেক হুমায়ূন অর্ধেক আমি'। লেখক ও গল্পকার মুহাম্মদ কামাল হোসেন ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার লালমাই উপজেলার ছোটশরীফপুর গ্রামে ১৯৮৩ সালের ৮ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। প্রায় দু'যুগেরও অধিক সময় ধরে তিনি দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় ছোটগল্প ছাড়াও ফিচার, প্রবন্ধ, নিবন্ধ ও বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে কলাম লিখে চলেছেন। কর্মজীবনে তিনি শিক্ষকতার পাশাপাশি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন গবাদিপশু'র বিরাট খামার। পাঠকের নিরলস ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামীদিনগুলোতেও কাগজ কলমের এই অবিচ্ছেদ্য মিতালি চলতে থাকবে।

Books by the Author

176.00 ৳ 220.00 ৳ 176.0 BDT