Skip to Content
Filters

author.name

মুহিউদ্দীন মাযহারী

মুহিউদ্দীন মাযহারী । উচ্ছল তারুণ্যে ঢাকা একজন কর্মব্যস্ত আলিম। দরদি শিক্ষক। বিশিষ্ট লেখক ও দক্ষ অনুবাদক। জন্ম দেশের দক্ষিণাঞ্চলের বিখ্যাত জেলা ভোলায়। গ্রামের সুবাহি মক্তবে লেখাপড়ার হাতেখড়ি। এরপর ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাযহারুল উলুম থেকে দাওরায়ে হাদিস। প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করে এখন ব্যস্ত রয়েছেন মহান দায়িত্ব ও প্রিয় পেশা শিক্ষকতায়। এরই পাশাপাশি সময় দিচ্ছেন লেখালেখি, অনুবাদ ও দাওয়াতি কাজে। দারসের ছাত্রদের মতোই আরবি, হিন্দি ও উরদু ভাষা থেকে তার সাবলীল অনুবাদ পাঠককে মুগ্ধ করে। পড়া, পড়ানো, লেখালেখি, অনুবাদ এবং দাওয়াত-তাবলিগ তার প্রিয় ব্যস্ততা। এই ব্যস্ততায় আজীবন লেগে থাকা দৃঢ় ইচ্ছা। পাঠকের কাছে দুআ ও প্রার্থনা, আল্লাহ যেন তার সকল কাজে ইখলাস দান করেন ও দ্বীনের ওপর অটল ও অবিচল রাখেন।