মৃগাঙ্ক চক্রবর্তী
মৃগাঙ্ক চক্রবর্তী জন্ম ১৯৯২ সালে, কোচবিহার জেলায়। সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক। বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখেন তারমধ্যে উল্লেখযােগ্য কিশাের ভারতী, তথ্যকেন্দ্র, আজকাল, উত্তরবঙ্গ সংবাদ। “যে থাকে আড়ালে” গল্পের জন্য কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল আয়ােজিত “সামার ফিল্ম ফিয়েস্তা ২০২০” তে বেস্ট বায়ােস্কোপ স্টোরি পুরস্কার পেয়েছেন।