মেজর (অবঃ) এম এ কাইয়ুম চৌধুরী পিএসসি
বৃহত্তর নােয়াখালী জেলার (বর্তমানে লক্ষীপুর) সদর থানার বড় আওলিয়া গ্রামে ১৯৪৮ সালের ১ লা অক্টোবর এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আলহাজ্ব এ কে এম আফাজউদ্দীন ছিলেন শিক্ষক হিসাবে আদর্শ, ফ্লীট পারসােন্যাল অফিসার হিসাবে ছিলেন নীতিবান, অবসর জীবনে একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। মা মরহুমা মেহেরুননেসা বেগম ছিলেন আদর্শ গৃহিণী । ১৯৬৫ সালে চট্টগ্রামের সরকারি মুসলিম হাই স্কুল থেকে মেট্রিক পাস করে তিনি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে গ্রেজুয়েশন লাভ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এমএ অধ্যয়নকালীন পাকিস্তান সামরিক বাহিনীতে যােগ দেন। ১৯৭০ সালে খারিয়া সেনানিবাসে পােস্টিং করার পর সাধারণ নির্বাচনের পূর্বে তাঁর রেজিমেন্ট। কোয়েটা সেনানিবাসে স্থানান্তরিত করা হয়। ১৯৭১ এর ২৩ জানুয়ারি ছুটি নিয়ে তিনি পূর্ব পাকিস্তানে আসলেও অসহযােগ আন্দোলনের পূর্বেই তাঁর ছুটি শেষ হয়ে যায় । কিন্তু তিনি পাকিস্তান সেনাবাহিনীতে ফিরে না গিয়ে বঙ্গবন্ধুর স্বাধিকার আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং ২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু করেন। লেখক সম্মুখ রণাঙ্গনের একজন প্রখ্যাত মুক্তিযােদ্ধা। সম্মুখ রণাঙ্গনে অসংখ্য দুর্ধর্ষ অপারেশনে নেতৃত্ব দিয়েছেন। ১৯৭৩ সালে পেশাগত প্রশিক্ষণের জন্য তিনি যুক্তরাজ্যে গমন করেন । ১৯৮০ সালে ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ থেকে গ্রেজুয়েশন লাভ করেন। এরশাদ সরকারের আমলে মুক্তিযােদ্ধা হঠাও অভিযানে তাঁকে অকালিন অবসর প্রদান করা হয় ।