Skip to Content
Filters

author.name

মেজর আহমদ মুক্তাদা মনোজ (অব:)

মেজর আহমদ মুক্তাদা মনোজ (অব:) ৮ আগস্ট ১৯৭২ সালে জন্ম গ্রহণ করেন। বাবা সামরিক অফিসার হওয়ার সুবাদে সেনা পরিমণ্ডলেই তার শৈশব-কৈশোর অতিবাহিত হয়েছে। ১৯৮৫-১৯৯১ সাল পর্যন্ত পড়াশুনা করেছেন বরিশাল ক্যাডেট কলেজে। ১৯৯২-১৯৯৩ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সফলতার সাথে মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষ করে গোলন্দাজ পরিবারে সামরিক অফিসার হিসেবে যোগ দেন। চাকরির প্রয়োজনে তিনি কখনো গোলন্দাজ ইউনিটের কর্মকর্তা, কখনো গোয়েন্দা কর্মকর্তা এবং কখনো বা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিশ্রমী এবং সদালাপী এই সামরিক কর্মকর্তা ২০১৫ সালে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। ‘দি অনার কোড’ বইটি তার প্রথম প্রকাশ। বর্তমানে তিনি আর্ন্তজাতিক শ্রম সংস্থায় কর্মরত।