Skip to Content
Filters

author.name

মেহেদী বান্না

মেহেদী বান্না কবিতায় দেখা যায় কবিকে। জানা যায় কবির জীবন। চেনা যায় কবির মন। কবি যে কবিতা লিখেন তা তারই বিশ্বস্ত অভিজ্ঞতা, প্রাকৃতিক পরিবেশ, উপজীব্য বা যাপিত জীবনের নির্যাস। সাহিত্যের একটি অন্যতম শাখা শিশু-সাহিত্য। প্রত্যেক মানুষই শৈশবের স্বাদ গ্রহণ করে। যা আমৃত্যু বয়ে বেড়ায়। তা কখনাে বা জীবনের কোন না কোন মূহুর্তে আনন্দ বা বিস্বাদের স্মৃতি হয়ে জাগরিত হয়। কবিরা অতীত বর্তমানের যােগসাজসে সে-সবকে উপলক্ষ করে ছড়া কবিতা লিখেন। লিখতে গিয়ে শৈশব-কৈশরে হারিয়ে যান। বর্তমানের বাস্তব অভিজ্ঞতায় ছড়া-কবিতায় বা সাহিত্যিক রূপরেখায় কবিরা তা প্রকাশ করেন। কবি মেহেদী বান্না কৈশরিক অনুভূতি আর নিস্পাপ নির্ভেজাল শৈশবকালের জিজ্ঞাসার আদলে, নীতি নৈতিকতার বাতাবরণে, মাতৃভূমির প্রতি নিবিদিত ভালােবাসায় ছড়া-কবিতা লিখেন। তিনি ১৯৮০ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার সলংগা থানার অন্তর্গত বাসুদেবকোল। গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মােঃ আব্দুর রশীদ মণ্ডল আর মাতার নাম রওশনারা বেগম। তিনি ইংরেজি সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে তিনি একজন ব্যাংকার।

Books by the Author