Skip to Content
Filters

author.name

মেহেদী হাসান তামিম

মেহেদী হাসান তামিম শিল্প-সাহিত্যের ভেলায় সওয়ার কৈশোর হতেই। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাবার বদলি চাকরির সুবাদে এসএসসি পাস করতেই ছয়টি স্কুলে পড়েছেন। শৈশবেই বারবার নতুন বন্ধু, নতুন পরিবেশ, নতুন জীবন- তার ভাবনার জগতেও এনেছে নতুন নতুন দৃষ্টিভঙ্গি। ছোটবেলায় করতেন আবৃত্তি চর্চা। কলেজ জীবনে শুরু করেন বিতর্ক চর্চা। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিতে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন। জাতীয় টেলিভিশন বিতর্কে ফজলুল হক হল, ঢাবি'র দলনেতা ছিলেন। ২০০২ সালে মালয়েশিয়া অনুষ্ঠিত 'দ্বাদশ অল এশিয়ান ডিবেটিং চ্যাম্পিয়নশীপে' ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করেন। ছাত্র জীবনে বিটিভি তে অর্থনীতি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান 'সমকালীন অর্থনীতি' কাজ করেছেন প্রতিবেদক হিসেবে। শিল্প সাহিত্যের অন্যতম ফেসবুক গ্রুপ 'রোদ্দুর' এর ক্রিয়েটর। পাঁচ শতাধিক আবৃত্তির ভিডিও নিয়ে বাংলা কবিতা আবৃত্তির জনপ্রিয় ইউটিউব চ্যানেল, 'এক পৃথিবী কবিতা' তিনিই তৈরি করেন। শিল্প-সাহিত্যের ত্রৈমাসিক পত্রিকা 'কবি' তে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে সহ-সম্পাদক হিসেবে কাজ শুরু করেন। সাহিত্য জগতে আনুষ্ঠানিক ভাবে প্রবেশ করেন ২০১৬ সালে প্রথম উপন্যাস 'দুর্বিপাকের ঘূর্ণি'র মাধ্যমে। এছাড়াও গল্প, কবিতা, শিশুতোষ ছড়া নিয়ে মেহেদী হাসান তামিমের পাঠকপ্রিয়তা পাওয়া একাধিক গ্রন্থও প্রকাশিত হয়েছে। তামিম বিশ্বাস করেন মানুষ তাঁর স্বপ্নের সমান মহৎ ও বড় এবং মানুষের প্রতিটি স্বপ্নই স্পর্শযোগ্য। পেশা - সরকারী চাকুরে। স্ত্রী শিক্ষকতা পেশায় জড়িত। দুই সন্তানের জনক।

Books by the Author

640.00 ৳ 800.00 ৳ 640.0 BDT
216.00 ৳ 270.00 ৳ 216.0 BDT