Skip to Content
Filters

author.name

মো. তৌহিদুল ইসলাম

মাে. তৌহিদুল ইসলাম ১৯৬০ সালের ১৫ই মে জন্ম দিনাজপুরের এক সম্ভ্রান্ত পরিবারে। বাবার নাম ডা. তৈয়ব উদ্দিন আহমেদ এবং মায়ের নাম সুফিয়া খাতুন। ৫০-এর দশক থেকে শুরু হয়েছিল নামকরা গায়ক-গায়িকাদের চিরস্মরণীয় গানের যুগ। তারও আগে উচ্চাঙ্গসংগীতের উজ্জ্বল নক্ষত্রেরা। তাঁদের গায়ন এবং বাদনে সমৃদ্ধ। করেছিলেন আমাদের সংগীতজগৎকে। ১৯৬৯ সালে ওস্তাদ সাইমুদ আলীর কাছে শিখতে শুরু করেন। দিনাজপুরের সাংস্কৃতিক অঙ্গন ছিল বেশ নামকরা। মাে. তৌহিদুল ইসলাম ১৫ বছর ঐ সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠেন। ১৯৭৫ সালে ঢাকায় নটরডেম কলেজে পড়তে এসে সুরের গুরু খুঁজে বেরিয়েছেন। ১৯৮০-তে ওস্তাদ আখতার সাদমানীর শাস্ত্রীয় সংগীতে মুগ্ধ হয়ে তার কাছে শিখতে শুরু করেন। ১৯৮৫ সালে নজরুল একাডেমী থেকে সার্টিফিকেট পান।