মো. মেহেবুব হক
মাে. মেহেবুব হক যশাের জেলার সারসা থানার নাভারন বাজারের নিকটস্থ উত্তর বুরুজবাগান গ্রামে ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাে. ফজলুল হক ও মাতার নাম মমতাজ বেগম। পিতামাতার দুই সন্তানের মধ্যে তিনিই বড়। ছােটবেলা থেকে তিনি খুব মেধাবী ছিলেন। শিক্ষাগত জীবনে তিনি বুরুজবাগান মাধ্যমিক - বিদ্যালয় থেকে এসএসসি এবং ক্যান্টনমেন্ট কলেজ। যশাের থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাস করার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে পুরকৌশল বিভাগে স্নাতক পাস করেন। তিনি ৩০তম বিসিএস ক্যাডার। বর্তমানে তিনি বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ)-এ ডেপুটি কমিশনার হিসেবে কর্মরত। প্রকাশিত কাব্যগ্রন্থ : ভালােবাসার নীলপদ্ম (প্রথম কাব্যগ্রন্থ)। ২০১৯, নিরন্তর তুমি (দ্বিতীয় কাব্যগ্রন্থ) ২০১৯, মানবতার দর্পণ (তৃতীয় কাব্যগ্রন্থ) ২০১৯, নীল প্রজাপতি (চতুর্থ কাব্যগ্রন্থ) ২০২০, নাতে রাসূল (সা.) (পঞ্চম। কাব্যগ্রন্থ) ২০২১।