মো. মোস্তফা শাওন
মাে. মােস্তফা শাওন জন্ম : ১৯৮০ খ্রিষ্টাব্দের ২০ আগস্ট লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ১ নং ওয়ার্ড (শায়েস্তানগরের) পূর্বলাচ গ্রামে। দুরন্ত শৈশব কেটেছে। ডাকাতিয়া নদীর তীরে সয়াবিন-পান-সুপারি-নারকেল ঘেরা রায়পুরে। পারিবারিক জীবন : মা মনােয়ারা বেগম; বাবা মাে. অলি উল্যাহ; সহধর্মিণী তাছলিমা আক্তার ও সন্তান আহমেদ মােস্তফা অনীক। শিক্ষাগত যােগ্যতা : এম.এ. ও বি.এ./ (অনার্স), বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়; এইচ.এস.সি. সরকারি তিতুমীর কলেজ; এস.এস.সি. রায়পুর মার্চেন্টস একাডেমী; শায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী । বর্তমান কর্মস্থল : অ্যাসাইনমেন্ট অফিসার, বাংলা ভাষা বাস্তবায়ন কোষ, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ২০০৮ খ্রিষ্টাব্দে ২৭তম বি.সি.এস.-এ সরকারি চাকরিতে প্রবেশ। দীর্ঘ ছয় বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলা ভাষা বাস্তবায়ন কোষে আইনের প্রমিতীকরণে ও বিভিন্ন মন্ত্রণালয়ে দাপ্তরিক কাজে প্রমিত বাংলার ব্যবহার’ সেশন। নিতে গিয়ে বাংলা বানানবিষয়ক যে অভিজ্ঞতার সঞ্চার হয়েছে। তার একত্রীকরণ প্রসঙ্গ ব্যাবহারিক বাংলা-প্রথম খণ্ড'। প্রথম। খণ্ডের অভূতপূর্বক সাড়া ও পাঠকের অনুরােধে ‘প্রসঙ্গ ব্যাবহারিক বাংলা-দ্বিতীয় খণ্ড’-এর আয়ােজন। এ দুটি বইয়ের অবয়ব গঠনে দীর্ঘ ছয় বছরে অসংখ্য আইনের শব্দাবলি ও ২১২টি বইয়ের ঋণ গ্রহণ করেছেন। সম্পৃক্ত ছিলেন : সচিবালয় নির্দেশমালা-২০১৪', 'সরকারি কাজে ব্যবহারিক বাংলা’-২০১৫, ‘প্রশাসনিক পরিভাষা-২০১৫’, ‘সরকারি কাজে প্রমিত বাংলা ব্যবহারের নিয়ম-২০১৭’, ‘সরকারি কাজে ব্যাবহারিক বাংলা ২য় সংস্করণ-২০১৭, জনপ্রশাসন। মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন-২০১৬, ২০১৭, ২০১৮, ও ‘পদবির পরিভাষা-২০১৬, ২০১৮, ২০১৯'। প্রকাশিত গ্রন্থ : ‘প্রসঙ্গ ব্যাবহারিক বাংলা-প্রথম খণ্ড’; ‘একবিন্দু জল’ (কাব্য)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ফেসবুক গ্রুপ বাংলা ভাষা বাস্তবায়ন কোষ’-এর ফোকাল পয়েন্ট/জ্যোতিবিন্দু ও সেবাদাতা। কর্মকর্তা, প্রমিত বাংলা বানানবিষয়ক যে-কোনও পােস্টের সমাধান দিয়ে থাকেন। প্রতিকার্যদিবসে সকাল ৯:০০ টা। থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত সরকারি কাজে প্রমিত বাংলা ব্যবহারে (৯৫৭০৬৬৪-এ দূরালাপনী কলের দ্বারা) যে-কোনও জিজ্ঞাসার সমাধান দিয়ে থাকেন। এ ছাড়াও ফেসবুক গ্রুপ রায়পুর স্টারস’-এর ক্রিয়েটর ও মডারেটর। প্রিয়বিষয় : মুক্তিযুদ্ধ, কবিতা, বাংলা বানান, বাংলাদেশের গ্রাম-মানুষ-মানবতা- প্রকৃতি।