Skip to Content
Filters

author.name

মো. রাকিবুল আলম শাহীন

মো. রাকিবুল আলম শাহীন জন্ম ৪ অক্টোবর, ১৯৮০ খ্রিস্টাব্দে ঢাকা জেলাধীন গাজীপুরের কাপাসিয়ার রামপুর গ্রামে মাতুতালয়ে। তাঁর পৈতৃক বাড়ি নাটোর জেলাধীন সিংড়া। উপজেলার মহিষমারী গ্রামে। বাবা মাে. সামছুল আলম অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। মা মিসেস রীনা আলম গৃহিণী। তিন ভাই ও ২ বােনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। তার স্ত্রী ইসরাত জাহান আশা সিংড়া উপজেলার শেরকোলের। ১১৯ নং সােনাপুর পমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। পারিবারিক জীবনে তিনি দুই ছেলে আশফাক আহমেদ ও আরফান আহমেদের জনক। তিনি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (রুম টু রিড বাংলাদেশ)এর নাটোর শাখায় প্রােগ্রাম সহকারী। হিসেবে কর্মরত। ‘তথ্য ও চিত্রে বঙ্গবন্ধুর জীবন’ মাে. রাকিবুল আলম শাহীনের প্রকাশিত। দ্বিতীয় গ্রন্থ।