মো. শফিকুর রহমান তালুকদার
মো. শফিকুর রহমান তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি গাজীপুর ক্যান্টনমেন্ট বাের্ড কলেজে কিছুদিন অধ্যাপনা করেন। এরপর সরকারি চাকরিতে যােগদান। বিভাগীয় কার্যালয়, জেলা কার্যালয়ের পরিচালক, উপপরিচালক পদে দায়িত্ব পালন। এরপর তিনি ইফার জাতীয় পর্যায় ও জেলা লাইব্রেরিতে পুস্তক সংযােজন ও পাঠকসেবা সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত প্রকল্প। ৫৬০ মডেল মসজিদ প্রকল্পে কর্মরত।