মোঃ জেহাদ উদ্দিন
মোঃ জেহাদ উদ্দিন বাের্ড স্ট্যান্ড কি তা এ যুগের ছাত্র-ছাত্রীদের হয়তাে বুঝিয়ে বলা যাবে আগেকার দিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে সকলের চোখ থাকত পত্রিকার পাতায়- কারা স্ট্যান্ড করেছে তাদের ছবি ও পরিচিতি একনজর দেখার জন্য। ১৯৯১ সালে। এসএসসি পরীক্ষায় ফাস্ট স্ট্যান্ড করে দেশের সকল জাতীয় দৈনিক পত্রিকায় পরিবারের সাথে যার ছবিটি জায়গা করে নিয়েছিল তিনিই আজকের মাে. জেহাদ উদ্দিন। জেহাদ বর্তমানে সরকারের উপসচিব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে টেলিভিশনে সর্বাধিক অনুষ্ঠানের গবেষক, সঞ্চালক ও পরিচালক তিনি। নজরুল চর্চা, গবেষণা ও সাধনায় তিনি নতুন মাত্রা যােগ করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইন্তেকালের পরের বছর ১৯৭৭ সালের ১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ছায়া সুনিবিড় বেড়তলা গ্রামে তার জন্ম। পিতা জনাব মােঃ আনােয়ার হােসেন এবং মাতা জাহেদা খাতুন বিশিষ্ট সমাজসেবক । স্ত্রী রাবেয়া সুলতানা পারু মাসিক বাঙলাকথা সম্পাদক। দুই ছেলে রাজিন শারাফি এবং যায়েদ আসাদ সেন্ট যােসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি জ্ঞানতাপস ড. এপিজে আব্দুল কালামের সাথে দিল্লীর রাজদরবারে বৈঠক করেছেন তিনি; ভ্রমণ করেছেন ভারত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইন, ইতালি, সুইজারল্যান্ড, জার্মানি, স্পেন, ফ্রান্স, তুরস্ক, চীন প্রভৃতি দেশ। সঞ্চয় করেছেন বিপুল অভিজ্ঞতা। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা, নজরুল স্টাডি সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সেভ দ্য ভিলেজের চেয়ারম্যান, বাংলাদেশ সার্ফিং এসােসিয়েশনের ভাইস চেয়ারম্যান, ঐতিহ্যবাহী সেন্ট যােসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সদস্য; ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পরীক্ষক, ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস বাংলাদেশ-এর খণ্ডকালীন শিক্ষক।