Skip to Content
Filters

author.name

মোঃ হাবিবুল্লাহ

মোঃ হাবিবুল্লাহ ০৩ ফেব্রুয়ারি ১৯৬৭ সালে নেত্রকোনা জেলার অন্তর্গত সুসং দুর্গাপুর উপজেলার দেশওয়ালী পাড়ায় এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। প্রকৃতির নৈসর্গিক শোভায় সজ্জিত প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই সুসং দুর্গাপুর। সবুজে ঘেরা গারো পাহাড়ের এমন সুন্দর মোহনীয় প্রাকৃতিক পরিবেশ মণ্ডিত সুসং দুর্গাপুরে বেড়ে উঠে তাঁর শৈশব, কৈশোর জীবন। তিনি সুসং দুর্গাপুরের পুরানো ঐতিহ্যবাহী মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল (এম.কে.সি.এম) উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পাশ করেন। পরবর্তীতে সুসং ডিগ্রি কলেজে পড়াশুনা শেষ করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত একজন গীতিকার ও উচ্চ শ্রেণির নাট্যাভিনেতা। তিনি একজন আবৃত্তিকারও। “বিদ্রোহী” কবিতার ইংরেজি অনুবাদ 'Rebel Poem আবৃত্তি করে ইউটিউবে প্রকাশ করেছেন। যা দর্শক মহলে বেশ আলোচিত হয়েছে। তিনি ঢাকা ক্রিস্টাল প্যালেস, লায়ন্স ক্লাবের সদস্য। পেশাগতভাবে তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন নিষ্ঠাবান সরকারি কর্মচারী।