Skip to Content
Filters

author.name

মোকছেদুল ইসলাম

মোকছেদুল ইসলাম লেখক পেশায় একজন আইনজীবী। তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়ােজিত। “একাকিতু” নামের একটি কবিতার বই দিয়ে সাহিত্যে আত্মপ্রকাশ। ১১৯টি কবিতা দিয়ে সাজানাে। বইটি বাংলাপ্রকাশ থেকে একুশে বইমেলা। ২০১৭-এ প্রকাশ পায়। ইতিমধ্যে ১২টি কবিতা বিভিন্ন গুণী শিল্পী সংগীত হিসেবে পরিবেশন করেছেন। গানগুলি বিভিন্ন সামাজিক মাধ্যমে অনলাইনে শুনা যায়। “অবশেষে তাঁর লেখা প্রথম উপন্যাস। নাটকীয়তায় পরিপূর্ণ এই উপন্যাসটি বাস্তবতার আলােকে কাল্পনিক ঘটনাপ্রবাহে সজ্জিত।