Skip to Content
Filters

author.name

মোকাদ্দেস উদ্দিন আহমেদ

মোকাদ্দেস উদ্দিন আহমেদ পড়াশুনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে। ছােটবেলা থেকে গণিত ও পদার্থবিজ্ঞানকে প্রাতিষ্ঠানিক সিলেবাসের গণ্ডির বাইরে থেকে জানার চেষ্টা করছেন। এ দুটি তার প্রবল আগ্রহ তৈরী হয়। এক সময় এই আগ্রহের পথ ধরে মনের গভীরে গণিতের জন্য সৃজনশীল হাতছানির আহ্বান বােধ করতে থাকেন। সেই থেকেই তার গণিতের পথ ধরে।স্বপ্ন দেখতে, স্বপ্ন দেখাতে। যুক্ত আছেন গণিত অলিম্পিয়াডের মতাে সৃজনশীল গণিতপ্রেমীদের আসরে। ছাত্রছাত্রীদেরকে গণিতের মননশীল। শিক্ষা দিয়ে চলেছেন প্রতিনিয়ত। গণিত নিয়ে তার রয়েছে দেশগড়ার সীমাহীন আগ্রহ।