Skip to Content
Filters

author.name

মোত্তাসিন পাহলভী

মোত্তাসিন পাহলভী নাম : মোত্তাসিন পাহলভী। বাবা : আতাউর রহমান, মাতা : মাহফুজা রহমান্। ১৯৮৭ সালের ১৭ জুলাই পঞ্চগড়ের দেবগিঞ্জম উজজেলায় তিনি জন্মগ্রহন করেন। সেখানেই তেনি এসএসসি পর্যন্ত লেখাপড়া কনরন। এরপর েতিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসে এবূ পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বি্এসসি ইঞিবজনিয়ারিং সম্পন্ন করেন। তিনি একাধারে একজন শিক্ষক, লেখক, প্রকৌশলী ও উদ্যোক্তা। গণিত ও বিজ্ঞএনর প্রতি সবার ভালোবাসা তৈরির জন্য তিনি কাজ করছেন।