মোয়াজ্জেম হোসেন আলমগীর
মােয়াজ্জেম হােসেন আলমগীর ঢাকা মহানগরীর ধানমণ্ডি থানার সেন্ট্রাল রােডে বসবাসরত এক অতিসাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা- এ কে আহম্মদ শিক্ষকতা পেশায় জীবন যাপন। করেন। লেখক দেশে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশােনা করেন। প্রবাসজীবন সুইডেনে সমাজবিজ্ঞানে-মনােবিজ্ঞানে ইয়তবুরি বিশ্ববিদ্যালয়ে কিছুদিন যাতায়াত করেন। লেখক ভ্রমণ বিলাসী। এ পর্যন্ত ৪০টি দেশ ভ্রমণ করেছেন। সাহিত্যের প্রত্যেক শাখায় লেখক পদচারণা করার চেষ্টা করেছেন । তিনি যেকোন সমালােচনাকে আন্তরিকতার সাথে গ্রহণ করে উত্তর দিয়ে থাকেন।