মোর্শেদা হোসেন রুবি
মাের্শেদা হােসেন রুবি জন্ম, বেড়ে ওঠা ও লেখাপড়া পুরােনাে ঢাকার পরিমন্ডলে। একই সাথে দুই বিপরীতমুখী বিষয় (আইন ও বাংলা সাহিত্য)। নিয়ে পড়াশােনা করলেও সাহিত্যের প্রতি অন্তরের টান অনুভব করেন গােড়া থেকেই। বই পড়ার নেশার পাশাপাশি লেখালেখির ঝোঁকও ছােটবেলা থেকেই। ফলে পড়াশােনার পাট চুকিয়ে সংসারে মনােনিবেশ করলেও লেখালেখিই হয়ে উঠেছে তাঁর ধ্যানজ্ঞান। একটা সময় শুধু নিজের মনের আনন্দের। জন্য লিখতেন। এখন লেখেন পাঠকের জন্য। একটা দায়িত্ববােধ থেকেই লেখেন। প্রতিটা গদ্যে একটা সুক্ষ্ম বার্তা তিনি ছেড়ে দেন তার পাঠকদের জন্য। পাঠকরা তা বুঝতে পারলেই তাঁর প্রশান্তি। আমৃত্যু লিখে যেতে চান। প্রতিটা লেখায় ফোটাতে চান। প্রশান্তির ফুল।।