Skip to Content
Filters

author.name

মোহসীন-উল হাকিম

মোহসীন-উল হাকিম সাংবাদিকতায় মােহসীন-উল হাকিমের পদচারণা সেই ২০০০ সাল থেকে। গত দুই দশকে কাজ করেছেন। চ্যানেল আই, এটিএন বাংলা, দেশ টিভি, এটিএন নিউজ, চ্যানেল২৪ এ। বর্তমানে কাজ করছেন যমুনা টিভির বিশেষ প্রতিনিধি হিসেবে। মূলত রাজনৈতিক প্রতিবেদক হলেও প্রান্তিক মানুষ নিয়ে কাজ করে আসছেন শুরু থেকেই। প্রান্তিক দূর দূরান্তের মানুষের জীবনগাঁথা তুলে এনেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। তারই অংশ হিসেবে সুন্দরবনে কাজ করছেন দীর্ঘ ১১ বছর ধরে ভবিষ্যতেও একইভাবে কাজ করে যেতে চান তিনি। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স । ছােটবেলায় নওগাঁর কেভি স্কুলেও পড়েছেন। বাবা বীর মুক্তিযােদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা মেজর মাে আব্দুল হাকিম (অব), মা সাহারা হাকিম। সহধর্মিণী নাজ সুলতানা পেশায় একজন স্কুল শিক্ষক। এদেরকে নিয়েই তার পারিবারিক জীবন।