মোহাম্মদ গোলাম রাব্বানী
মােহাম্মদ গােলাম রববানী জন্ম ১৯৭৮ খ্রিষ্টাব্দে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার রামচন্দ্রপুর গ্রামে। লেখাপড়া করেছেন কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহানারা উচ্চবিদ্যালয়, জামালপুর আশেক মাহমুদ কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযােগী অধ্যাপক। বর্তমানে ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস, সীমান্তবর্তী মানুষের সমাজ ও অর্থনীতি এবং শরণার্থী ও রাষ্ট্রহীন মানুষের জীবন-জীবিকা তার গবেষণার বিষয়। তার এমফিল গবেষণার বিষয় ছিল Bangladesh-India Enclave Issue : Political and Socio-economie Perspectives। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার-সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ এবং তাতে গবেষণা-প্রবন্ধ উপস্থাপন করেছেন। তার প্রকাশনার মধ্যে উল্লেখযােগ্য হলাে Statelessness in South Asia : Livingin Bangladesh-India Enclaves 1