Skip to Content
Filters

author.name

মোহাম্মদ গোলাম রাব্বানী

মােহাম্মদ গােলাম রববানী জন্ম ১৯৭৮ খ্রিষ্টাব্দে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার রামচন্দ্রপুর গ্রামে। লেখাপড়া করেছেন কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহানারা উচ্চবিদ্যালয়, জামালপুর আশেক মাহমুদ কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযােগী অধ্যাপক। বর্তমানে ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস, সীমান্তবর্তী মানুষের সমাজ ও অর্থনীতি এবং শরণার্থী ও রাষ্ট্রহীন মানুষের জীবন-জীবিকা তার গবেষণার বিষয়। তার এমফিল গবেষণার বিষয় ছিল Bangladesh-India Enclave Issue : Political and Socio-economie Perspectives। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার-সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ এবং তাতে গবেষণা-প্রবন্ধ উপস্থাপন করেছেন। তার প্রকাশনার মধ্যে উল্লেখযােগ্য হলাে Statelessness in South Asia : Livingin Bangladesh-India Enclaves 1