মোহাম্মদ তন্ময় সাত্বিক
মোহাম্মদ তন্ময় সাত্বিক আমার বাস অন্ধকারে। অথচ আমি কি না। সূর্যকিরণে উদ্ভাসিত আলােক ঝলমলে দিনের প্রত্যাশী। আমার স্বপ্ন আর বাস্তবের মাঝে তাই বিস্তর ফারাক। তবুও আমি বিশ্বাস করি, একদিন এই ফারাক ঘুচবেই।। আজ অবধি আমার আকাশ অমাবস্যায় ঢাকা, চাদের উপস্থিতি পর্যন্ত নেই। কিন্তু সেখানে মিটিমিটি জ্বলতে থাকা সাহিত্যরুপী নক্ষত্রগুলাে আমাকে আলাের দিশা দেয়। বলে, একদিন এই অন্ধকার ঘুচবেই- পূর্ণিমা চাঁদ এসে মনকে রাঙাবেই-সূর্যরাঙা ভাের এসে জীবনকে হাসাবেই। আমিও বডড বােকা, তাদের আশার ফাঁকিতে ভুলে মিছেই কথার উপমা সাজাই! হতে চাই কবি, হতে চাই সাহিত্যিক। অথচ আমি সামান্য প্রেমিক মাত্র একটুকরাে ভালােবাসায় আচ্ছাদিত কাদামাটির একটা হৃদয়ই যার একমাত্র সম্বল!