Skip to Content
Filters

author.name

মোহাম্মদ তাহের হোসেন

মুহাম্মদ তাহের হােসেন ১ অক্টোবর, ১৯৫৮-এ ভােলা জেলার শিবপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মােজাফফর হােসেন পেশায় ছিলেন একজন শিক্ষক, মা মরহুম মােমেনা খাতুন ছিলেন একজন ধর্মপরায়ণা গৃহিনী। নদীমাতৃক বাংলাদেশের দ্বীপাঞ্চল ভােলার পলিবিধৌত কোমল মাটির মমতামাখা প্রাকৃতিক পরিবেশে মুহাম্মদ তাহের হােসেন-এর জীবন বিকশিত হয়। ভােলা। থেকেই তিনি এসএসসি পাশ করে চলে আসেন বাংলাদেশের রাজধানী শহর ঢাকায়। উচ্চতর শিক্ষা সমাপ্ত করে তিনি ইসলামিক ফাউন্ডেশনে চাকরি জীবন শুরু করেন। ভােলার প্রাকৃতিক পরিবেশ যেমন তার মেধা ও মননকে সমৃদ্ধ করেছে, তেমনি কর্মস্থলের পরিবেশ তাঁর মনােজগতকে ইসলামী শিক্ষা ও ঐতিহ্যের আলােয় আলােকিত করেছে। তিনি তার কর্মের মাধ্যমে এর স্বাক্ষর রেখে চলেছেন। ইতােমধ্যে তিনি একজন সুলেখক হিসেবে। নিজেকে পাঠক মহলে তুলে ধরতে সক্ষম হয়েছেন। লেখক হিসেবে তিনি একজন মানবতাবাদী ও মুক্তচিন্তার পরিপােষক।