Skip to Content
Filters

author.name

মোহাম্মদ নূর ইলিয়াস

মোহাম্মদ নূর ইলিয়াস ১৯৯৪ সালের ১০ জুলাই নেত্রকোনা দূর্গাপুর মামার বাড়ি আমার জন্ম।বড় ডিগ্রি স্নাতকোত্তর কোনোটাই আমার বড় গুণ নই।গুণ আমার কর্মপ্রতিফলন আর সৃষ্টিশীলতায়।শুধু উপাখ্যান ঘিরে আমি সূচনা দেখতে চেয়েছি। রাজার রাজ্য নিয়ে সবাই অনুসন্ধিৎসু।কিন্তু বেদনায় কাতর নিঃসঙ্গ অসহায়ের পেছনে কেউ ছুটতে চায়না।তাদের কষ্ট নিজ চোখে দেখেও বোঝার চেষ্টা করেনা। আমি বুঝতে বেরিয়েছি। তাই গল্প লেখি, গল্প পুষি। গল্পের জন্যে মহাসমুদ্রে নিজেকে নিক্ষেপ করি। জলতরঙ্গে ভাসতে ভাসতে কথা বলি নদীর সাথে। নদীর বুকে কত গল্প, কত কষ্ট বয়ে চলে নিরবধি। কষ্ট দেখে কষ্ট আমার বাড়ে। তাই নিজে বহুরূপে ব্যবহৃত হয়েছি। কখনো সুইপার হয়ে। কখনো মালীর বেশে। জংশনে জংশনে কুলির পথে পথে। কোনো অফিসিয়ালী লেবারের বেশে ঘাম ঝরিয়ে মান খুঁজি।কোথাও মান খুঁজে পাইনা। মান পেতে এখন দাম দিতে হয়।দামের সাথে অর্থনৈতিক সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ। যাদের অর্থনৈতিক শক্তি রয়েছে তারাই সবচেয়ে দামি এবং মানি ব্যক্তি। আমি আজও সেই মূল্যধরে দাম দিয়েও মান পাইনি।

Books by the Author