Skip to Content
Filters

author.name

মোহাম্মদ মোশাররফ হোসাইন

মোহাম্মদ মোশাররফ হোসাইন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ইতিহাস-ঐতিহ্য, পুরাকীর্তি, পর্যটন, জাতিতত্ত্ব, ধর্ম প্রভৃতি বিবিধ প্রসঙ্গে ইংরেজি ও বাংলা ভাষায় পড়াশোনাসহ লেখালেখিকে তাঁর যাপিত জীবনের সঙ্গী করে নিয়েছেন। পাশাপাশি এ চর্চার সাথে জড়িত ইংরেজি শব্দগুলোর জন্য পারিভাষিত নতুন নতুন বাংলা শব্দ নির্বাচনের শখ মেটানোর চেষ্টাটিও পুরামাত্রায় অব্যাহত রেখেছেন। একই সাথে পালন করছেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইংরেজি ও বাংলা পত্রিকার সম্পাদনা বোর্ড, বাংলাদেশ জাতীয় জাদুঘরের পুরাকীর্তি সংগ্রহ/ক্রয় কমিটি ও বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তি শনাক্তকরণ আভ্যন্তরীণ কমিটির একজন সদস্য'র দায়িত্ব। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এবং বাংলা একাডেমির জীবন সদস্য। বিনোদনের জন্য সাথী পাওয়া সাপেক্ষে ঘুরে বেড়ানোকে প্রাধান্য দিয়ে থাকেন। ইংরেজি ও বাংলা ভাষায় এযাবৎ তাঁর রচিত পুস্তকের সংখ্যা ৪৮টি।