Skip to Content
Filters

author.name

মোহাম্মদ শাহ হাফেজ কবির

ড. মোহাম্মদ শাহ্ হাফেজ কবির (আশফী) জন্ম ও বেড়ে উঠা চট্টগ্রামেই। লেখক হওয়ার স্বপ্ন ছোটকাল থেকেই। বড় ভাই বইপড়া ও সংগ্রহের নেশা ঢুকিয়ে দেয় হাইস্কুলে থাকা কালে। গবেষণায় আগ্রহী হন আইআইইউসিতে ফার্মেসি বিষয়ে স্নাতক করার সময় এবং স্নাতক শেষ করার আগেই প্রকাশ করেন প্রথম গবেষণাপত্রও। গবেষণা কাজে নিয়োজিত থাকার লক্ষ্যে এবং নবীন গবেষক তৈরির জন্য প্রতিষ্ঠা করেন গাস্টো একটি গবেষণা গ্রুপ। আমেরিকার ওয়েন স্টেট ইউনিভার্সিটি থেকে রসায়নে পিএইচডি সম্পন্ন করেন ২০২৩ সালে। বিশ্ববিখ্যাত অনেক জার্নালে লেখকের গবেষণার কাজ প্রকাশিত হয়েছে, সাথে সাথে করেছেন দুইটি আবিষ্কারের পেটেন্ট। বর্তমানে লেখক মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত এবং লেখালেখিতে ব্যস্ত। লেখকের প্রকাশিত ও প্রকাশিতব্য বইয়ের মধ্যে রয়েছে, যদি গবেষণা করতে চাই: মি. গাস্টো: গবেষক হয়ে উঠার গল্প: ওষুধ আবিষ্কারে কোয়ান্টাম রসায়ন; পিএইচডি শুধু একটি ডিগ্রির নাম নহে (মোটরসিটিতে দিনকাল); বিজ্ঞান চর্চার খবরাখবর; কেমন সমাজ আমাদের প্রয়োজন; সক্রেটাতেল ও প্লেটাতেলের সংলাপ সিরিজ; ড. রুবায়েৎ অভিযান সিরিজ। 'যদি গবেষণা করতে চাই' বইটি অন্বেষা প্রকাশন কর্তৃক নন-ফিকশন ক্যাটাগরিতে পুরস্কৃত হয় ২০২৪ সালে।