মোহাম্মদ শোয়াইব
মােহাম্মদ শােয়াইব পিতা আবদুর রহিম সরদার বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত, মাতা শাহানারা পারভিন গৃহিণী। জন্ম এবং বেড়ে উঠা পটুয়াখালীতেই। পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশের পর ঢাকার স্বনামধন্য রাজউক উত্তরা মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে। বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবে রয়েছে তার সক্রিয়। অংশগ্রহণ। তার বই পড়ার নেশা ছােটবেলা থেকেই আত্মােন্নতির জন্য বই পড়ার কোনাে বিকল্প নেই। বলে মনে করে সে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তার। গণিত নিয়ে লেখা এটিই তার প্রথম বই বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহ রয়েছে তার। এছাড়া সে শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে ইচ্ছুক।