Skip to Content
Filters

author.name

মোহাম্মাদ জিশান

মোহাম্মাদ জিশান জন্ম ২০০২ সালের ৬ জানুয়ারি, নাটোরের সিংড়া উপজেলায়। ছােট থেকেই গণিত ও বিজ্ঞানের প্রতি গভীর অনুরাগী। মাধ্যমিক থেকেই গণিত আর বিজ্ঞানের বিষয়গুলাে ব্যবহারিক না হলেও তাত্ত্বিকভাবে পড়াশােনা এবং মুক্তচিন্তার মধ্য দিয়ে বিজ্ঞানের বিষয়গুলাে অনুভব করা তার প্রিয় কাজ। দশম শ্রেণিতে পড়া অবস্থায় আলবার্ট আইনস্টাইনের তত্ত্ব বিশেষ আপেক্ষিকতার সঙ্গে পরিচয় হয়। সেই থেকে ক্যালকুলাস যেন লেখকের সঙ্গী। লেখক অত্যন্ত আবেগপ্রবণ। সিংড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক শেষ করার পর দমদমা পাইলট স্কুল ও কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তার প্রথম বই “আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রকাশিত হয়। ফেসবুকে বিভিন্ন বিজ্ঞান গ্রুপে ক্যালকুলাস নিয়ে লেখেন। এরপর পাঠকদের জোরাজুরিতে তার দ্বিতীয় বই ‘কলনবিলাস' রচনা করে বসেন মাত্র দ্বাদশ শ্রেণিতে থাকা অবস্থায়। কলনবিলাস বইটিকে লেখক নিজের ‘ড্রিম প্রজেক্ট বলে মনে করেন। অত্যন্ত সহজ-সরল লেখক কঠিন মানবজীবনের মারপ্যাঁচ খুব কমই বােঝেন। এত কঠিন মারপ্যাঁচ বােঝার থেকে গণিত আর বিজ্ঞান অনুধাবনের মাধ্যমে প্রকৃতির রহস্যভেদ করার চেষ্টায় লিপ্ত হওয়া শ্রেয় বলে মনে করেন। বর্তমানে তিনি নিজের লক্ষ্যে পৌঁছাতে সচেষ্ট আছেন।

Books by the Author

432.00 ৳ 540.00 ৳ 432.0 BDT
320.00 ৳ 400.00 ৳ 320.0 BDT