রওশন আরা রুশনী
রওশন আরা রুশনী ২৪ পৌষ ১৩৫৫ সন (৯ জানুয়ারি ১৯৪৯ ইং) মুন্সিগঞ্জ জেলার (বিক্রমপুর ) লৌহজং উপজেলার গাওদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ১৩/৩ সি, আর কে গুপ্ত রোড, “আজমেরী মজলি", আমলাপাড়া, নারায়ণগঞ্জে স্থায়ীভাবে বসবাস করছেন। বি,এ,বি এড পাস করার পর তিনি শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ত হন। তিনি নারায়ণগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা পদ থেকে বর্তমানে অবসরপ্রাপ্ত। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য, বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতির (কলকাতা) আজীবন সদস্য, নজরুল একাডেমি, ডাকঘর কবিতীর্থ চুরুলিয়া বর্ধমান আজীবন সদস্য, বাংলাদেশ লেখিকা সংঘের জীবন সদস্য ও নির্বাহী সদস্য, মুক্তধারা পাঠক পরিষদ আজীবন সদস্য, নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের জীবন সদস্য, কবি জসিমউদ্দীন পরিষদ (ফরিদপুর) আজীবন সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিট, আজীবন সদস্য। তাছাড়া আরও বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জীবন সদস্য ও প্রত্যক্ষভাবে জড়িত। তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এর মধ্যে বেশ কিছু স্বর্ণপদক উল্লেখযোগ্য। তার প্রাপ্ত পুরস্কার ও সম্মাননার সংখ্যা ২২ ।