Skip to Content
Filters

author.name

রওশন আরা লীনা

রওশন আরা লীনার জন্ম ১৯৮০ সালের ২ জানুয়ারি ঝিনাইদহের কালিচরণপুর গ্রামে। শিক্ষাজীবন শুরু ঝিনাইদহের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। পরে মধুপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং জরিপ বিশ্বাস কলেজ শৈলকুপা থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঝিনাইদহ সরকারি কে সি কলেজ থেকে বাংলায় স্নাতক অনার্সসহ এমএ ডিগ্রি লাভ করেন। এমফিল ডিগ্রির জন্যে রেজিস্ট্রেশনভুক্ত হন ইসলামিক বিশ্ববিদ্যালয়ে এবং বিভাগীয় পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ইতােমধ্যে আইন শাস্ত্রেও অধ্যয়ন সম্পন্ন করেন।

Books by the Author