Skip to Content
Filters

author.name

রবীন আহসান

রবীন আহসান ১৯৭৪ সালের ২০ জুন বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। ছড়াকার হিসেবেই তিনি বেশি পরিচিত। গত দুই যুগ ধরে শ্রাবণ প্রকাশনীর বৈচিত্র্যময় বইয়ের কারণে তার প্রধান পরিচয় এখন প্রকাশক । জার্মান সরকারের অতিথি প্রকাশক হিসেবে পরপর তিনবার (২০০৭, ২০০৮ ও ২০০৯)। আন্তর্জাতিক ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশগ্রহণ করেন, সেখানে ২৮টি বই বিষয়ক কর্মশালায় অংশ নেন। ফ্রাঙ্কফুর্ট বইমেলা ঘুরে এসে লেখেন ‘বইবিশ্বে দশদিন’ বইটি প্রকাশ পায় ২০০৮ সালে। শিশুদের জন্য লেখা তার কালাে ভূত ভালাে ভূত' উপন্যাস। ছড়াগ্রন্থ: ধাপ্পস, ভূতের যত কাণ্ড, ঘ্যাঙর। ঘ্যাঙর ঘ্যাঙ, আমরা করবাে জয়, এই যে। সবুজ হারিয়ে যায় ও মজার ছড়া। তার অন্য একটি পরিচয় প্রচ্ছদশিল্পী হিসেবে। এ যাবত তিনি প্রায় তিনশাে বইয়ের নান্দনিক প্রচ্ছদ করেছেন। এবারের বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই ‘এই খুনের শহরে একদিন বৃষ্টি হবে।