রমজান মাহমুদ
রমজান মাহমুদ জন্ম: ১০ নভেম্বর ১৯৭১ জন্মস্থান : পাইন্দং, ফটিকছড়ি, চট্টগ্রাম। মোহাম্মদ সোলায়মান : ফাতেমা খাতুন শিক্ষা : এম এসসি (গণিত), এম এড প্রকাশিত গ্রন্থ ২০ সম্পাদনা : ছড়ার কাগজ, কিশোর কাগজ, লিমেরিক ছড়া পড়ি জীবন গড়ি (কিন্ডারগার্টেনে পাঠ্য), ওরে নবীন ওরে আমার কাঁচা, আমরা করব জয়। সংগঠন : জীবন সদস্য-বাংলা একাডেমি পরিচালক- বাংলাদেশ ছড়া একাডেমি সম্পাদক-ম্যাজিক লণ্ঠন (সাহিত্য সংগঠন ও পত্রিকা) পরিচালক- চট্টগ্রাম একাডেমি সাধারণ সম্পাদক-বাংলাদেশ লিমেরিক সোসাইটি আজীবন সদস্য-বাংলাদেশ গণিত সমিতি আজীবন সদস্য-ঢাকা সাহিত্য পরিষদ আজীবন সদস্য এবং সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক-চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ প্রতিষ্ঠাতা পরিচালক-অক্ষর সাহিত্য গোষ্ঠী। পুরস্কার : অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার (১৪১৪ বঙ্গাব্দ), এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সম্মাননা (২০১১) কুঁড়ি পত্রিকা সম্মাননা (২০২৩), জ্যোতিপ্রকাশ লেখক সম্মাননা (২০২৩), বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা (২০২৩) সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার (২০২৩) ম্যাজিক লণ্ঠন কবিতা সম্মাননা (২০২৩), ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড (২০২৩)। ইমেইল : [email protected] ওয়েবসাইট - ramjanmahmud.com