রহিমা করিম
রহিমা করিম যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে দীর্ঘদিন থেকে বসবাস করছেন। পৈত্রিক নিবাস গােপালগঞ্জে। শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। সেখানকার মরগ্যান গার্লস স্কুল থেকে ম্যাট্রিক এবং ঢাকার ইডেন কলেজ থেকে বি.এ পাশ করেছেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে ভূগােল। বিভাগে এম.এ পাশ করেন। ১৯৬৪ সালে তার বিয়ে হয়। ১৯৬৭ সাল থেকে স্বামী ডঃ রেজাউল করিমের সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিদেশে যাওয়ার পূর্বে ঢাকায়। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর গল্প ছাপা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিতভাবে তাঁর গল্প ও প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়ে আসছে। লেখালেখির পাশাপাশি তিনি নিউজার্সির বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আছেন। বাংলাদেশ সােসাইটি অব নিউজার্সির সাহিত্য সম্পাদিকা এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ ‘স্বর্ণছায়া’, ‘শেষ প্রশ্ন’, ‘বিশ্বাসের অপমৃত্যু, উপন্যাস ‘তিলােত্তমার তিরােধান’ ও ‘কালাে মেয়ের মুক্তি’ পাঠকমহলের প্রশংসা কুড়িয়েছে। একইভাবে পাঠক প্রিয়তা অর্জন করেছে নারীদের জন্য রচিত মেয়েদের সহজ স্বাস্থ্যরক্ষা এবং ইংরেজিভাষী ছােটদের জন্য রচিত ‘A TRIP TO REMEMBER নামের বই দুটো। প্রবাসের ইতিকথা' গ্রন্থে রহিমা করিম তার সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে তুলে ধরেছেন দীর্ঘ প্রবাসকালে মার্কিন দেশে সংঘটিত বিশেষ বিশেষ ঘটনাগুলাে এবং সাধারণের মনে সেসবের প্রতিক্রিয়া। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসীদের প্রয়াস।