Skip to Content
Filters

author.name

রাকিবুল ইসলাম মুকুল

রকিবুল ইসলাম মুকুল দীর্ঘদিন জাতীয় বিভিন্ন গণমাধ্যমে চাকুরির পর বর্তমানে স্বাধীনভাবে কাজ করছেন। লিখছেন গদ্য এবং কবিতা দু’মাধ্যমেই। তৈরি করছেন মুক্ত চলচ্চিত্র ও তথ্যচিত্রও। জন্মতারিখ ০৫ জানুয়ারি ১৯৮০। জন্মস্থান রংপুরের পায়রাবন্দের গ্রাম চুহড় গ্রাম। ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন সাংস্কৃতিক পরিম-লে। লেখালেখি, আবৃত্তি, নাটক, সাংস্কৃতিক সংগঠন পরিচালনা থেকে শুরু করে যন্ত্রসংগীত- সবখানেই সরব ছিল সরব পদাচারণা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ এবং গ্রন্থাগার ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। এছাড়া সাংবাদিকতায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অর্জনসহ দেশী-বিদেশী কর্মশালায় প্রশিক্ষণ নিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, জাতিসংঘের সাধারণ অধিবেশন, মালয়েশিয়ার ৫১তম স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান, সার্ক শীর্ষ সম্মেলণসহ বেশ কিছু আন্তর্জাতিক খবরের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে চষে বেড়িয়েছেন দেশের গ্রাম থেকে শহর। হরেক রকম মানুষের কাছ থেকে সমৃদ্ধ করেছেন নিজের অভিজ্ঞতার ঝুলি। সেসব মানুষের গল্প আর জীবনবোধ উঠে আসে তার প্রতিটি গদ্যে, প্রতিটি কবিতার ছত্রে। ২০১৩ সালে বৈশাখী টেলিভিশনের ‘তোমার গল্পে সবার ঈদ’’ প্রতিযোগিতায় সেরা গল্পকারের পুরস্কার পেয়েছেন। এছাড়া বিভিন্ন সংগঠনের সম্মাননায় অভিষিক্ত হয়েছেন।, সাংবাদিকদের পেশাদার সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সামাজিক কর্মকা-ে নিয়োজিত থেকে কাজ করছেন মানুষের জন্য। ‘প্রজাপতি মন’, ‘ ব্ল্যাক নাইট’, ‘পরী’ , ‘ সেন্টমার্টিনে টিনা’ ‘ আমাকে পোড়ানোর উৎসব হোক মহামান্য রাষ্ট্রপতি’, ‘ স্কুল ট্রিপে নাসা অভিযান’ এবং ‘নদীর নাম ময়ূরাক্ষী’ - লেখকের সৃষ্টিকর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

Books by the Author

160.00 ৳ 200.00 ৳ 160.0 BDT
160.00 ৳ 200.00 ৳ 160.0 BDT
160.00 ৳ 200.00 ৳ 160.0 BDT