রাগিব আহসান খান
রাগিব আহসান খান ১৯৫৭ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৮০ সালে বি.এ. সম্মান ও ১৯৮১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দর্শনের ছাত্র হলেও শিক্ষাজীবনের শুরু থেকে তিনি বিজ্ঞান, সৃষ্টিতত্ত্ব ও মানবজ্ঞানের বিচিত্র বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে অস্ট্রিয়ার ভিয়েনায় গমন করেন। সেখানে বিজ্ঞান ও দর্শনচর্চার ক্ষেত্রে সবসময়ই তিনি সক্রিয় ছিলেন। তার ভাবনার | জগৎ আগাগােড়া প্রচলিত চিন্তার ধারা থেকে স্বতন্ত্র। বিশেষায়িত জ্ঞান অপেক্ষা তার সাধনার লক্ষ্য সমগ্র জ্ঞানের সন্ধান।