Skip to Content
Filters

author.name

রাফাত মিশু

রাফাত মিশু জন্ম : ১৯৮৯ সালের একুশে ফেব্রুয়ারি, বাংলাদেশের জামালপুর জেলার কুলকান্দি গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। প্রাতিষ্ঠানিক পড়াশােনা: জামালপুর জিলা স্কুল, নটর ডেম কলেজ ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ (স্নাতক ও স্নাতকোত্তর)। আগ্রহের বিষয় : সাহিত্যে আর্থ-রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতা অনুসন্ধান এবং কবিতাপাঠ। প্রকাশিত কবিতার বই : শরীরী অশরীরী (২০১৪), অসময়ের ঘ্রাণ (২০১৯)। প্রবন্ধের বই : রবীন্দ্রসৃজনে বাংলাদেশ (২০২০)। সম্পাদনা : শ্রেষ্ঠ গল্প সৈয়দ মুজতবা আলী (২০১৬)। সম্পাদিত সাহিত্যপত্র : বীজমন্ত্র (২০১১)