রামেন্দ্র চৌধুরী
রামেন্দ্র চৌধুরী জন্ম হবিগঞ্জ, জুলাই, ১৯৪৪। পিতা : রাজেন্দ্র কুমার চৌধুরী মাতা : হিমাংশুপ্রভা চৌধুরী। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আই.এসসি পাস করেন। বাকৃবি, ময়মনসিংহ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্রাবস্থায় সহশিক্ষা কার্যক্রমে গভীর আগ্রহী রামেন্দ্র চৌধুরী ‘অল পাকিস্তান ইন্টারইউনিভার্সিটি ডিবেট-১৯৬৭’র বাংলা বিতর্কে প্রথম স্থান লাভসহ আবৃত্তি, বক্তৃতা এবং নাটকে অংশগ্রহণ করে বহু পুরষ্কার-প্রশংসা লাভ করেছিলেন। ১৯৬৮তে চাকুরি জীবনের শুরু পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন করপােরেশনে। ১৯৭৭-২০০১ পর্যন্ত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে চাকুরিরত অবস্থায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াতে শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করেন। চাকুরিজীবনেই তিনি কৃষি, বীজ ও পাট সংক্রান্ত বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশের পাশাপাশি এবং বিভিন্ন পত্র-পত্রিকাসাময়িকীতে জনপ্রিয়-ধারার প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। বিভিন্ন সময়ে সমকালীন বিষয়ের ওপর একতা, সংবাদ, ইত্তেফাক, জনকণ্ঠ, দৈনিক অর্থনীতি (পাট বিষয়ক ২০টি নিবন্ধের সিরিজ), ডেইলি স্টার এবং প্রথম আলাে পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। প্রথম আলােতে বেশ কিছু গ্রন্থ সমালােচনা এবং ভােরের কাগজে ১০/১২টি মঞ্চ নাটকের সমালােচনা প্রকাশিত হয়েছে।