Skip to Content
Filters

author.name

রাযী-উদ-দীন কুরেশী

রাযী-উদ-দীন কুরেশী জন্ম সিলেটে, ১৯২৮ সালের ২৯ জানুয়ারি। সিলেট ও ঢাকায় পড়াশােনার পর ১৯৫৪ সালের জানুয়ারিতে পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশন (পিআইডিসি) প্রতিষ্ঠিত কর্ণফুলী পেপার মিল, চন্দ্রঘােনায় তার চাকরি জীবনের শুরু। বিভিন্ন আধা-সরকারি শিল্প প্রতিষ্ঠানের হিসাব বিভাগ প্রধান হিসেবে ১৯৭৩ সাল পর্যন্ত চাকরির পর কর্পোরেশনের (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন—বিসিআইসি) ঢাকাস্থ প্রধান। কার্যালয় থেকে অবসরে যান ১৯৮৭ সালের মার্চে, তেত্রিশ বছরের অধিককাল চাকরির পর।। অবসর জীবনে তিনি লেখালেখি শুরু করেন— - বাংলা, ইংরেজি পত্রিকা ম্যাগাজিনে—সাহিত্য, সংস্কৃতি, সমাজ, ধর্ম ইত্যাদি বিভিন্ন বিষয়ে। গ্রন্থাকারে প্রকাশিত হয় তার রবীন্দ্রনাথের। ভক্তিমূলক কবিতা ও গান সংকলন ১৪০৩ বাংলা সনে। তারপর প্রকাশিত হয় ছােটদের বিদেশি গল্প’ ২০০৩ সালে এবং A Glimpse of Wonderful Turkey ২০০৪ সালে। প্রথম গ্রন্থটি তিনি নিজে প্রকাশ করেন। শেষের দুটি প্রকাশ করে ‘অন্যপ্রকাশ’ নামক ঢাকাস্থ এক প্রকাশনা সংস্থা। ২০০৫ সালে মদীনা পাবলিকেশান, ঢাকা প্রকাশ করে তার পবিত্র কোরআনুল কারিমের কতিপয় বহুলপঠিত সুরা। ২০১০ সালের আগস্টে তার। আমার কতিপয় নির্বাচিত রচনা প্রকাশ করে। ইমপেক্ট পাবলিকেশন্স, বাংলাবাজার, ঢাকা। তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার শিল্পজগতের । দিনগুলাে ২০১৬ সালে উৎস প্রকাশন থেকে প্রকাশিত হয়। রাযী-উদ-দীন কুরেশী ঢাকাস্থ উত্তরা মডেল টাউনে বসবাস করেন ১৯৮২ সাল থেকে।