Skip to Content
Filters

author.name

রুপক ঘটক

রুপক ঘটক জন্ম ১৯৭৫ সালে। শিক্ষা প্রেসিডেন্সি কলেজ, পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কলেজ জীবনে কার্টুন এঁকে কুট্টির বিচারে প্রথম হয়েছিলেন। পেশা শিক্ষকতা। গত কয়েক বছরে তাঁর লেখা ছাপা হয়েছে ‘দেশ’, ‘সানন্দা’, ‘আনন্দমেলা’, ‘আনন্দলোক’ ও ‘আনন্দবাজার পত্রিকা’য়।