রুবাইয়াত আকবর
রুবাইয়াত আকবর তথ্যনিরাপত্তা বিশেষজ্ঞ রুবাইয়াত আকবর তাঁর কর্মজীবন শুরু করেন ২০০৩ সালে। পড়াশােনা নজ দল বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান বিভাগে। আজ থেকে বছর দশেক আগে বাংলাদেশ থেকে যে কয়েক জন প্রথমদিকে সার্টিফাইড ইনফরমেশন দলটি বা CISSP নামক তথ্যনিরাপত্তায় বিশ্বব্যাপী স্বীকৃত প্রফেশনাল সার্টিফিকেট অর্জন করেছেন তাদের মধ্যে তিনি অন্যতম। ক্যারিয়ারের মধ্যে এক দশক কাটিয়েছেন তিনি একটি আন্তর্জাতিক ব্যাংকে । তারপর দুই বছর সিলিকন ভ্যালি-ভিত্তিক স্টার্টআপে কাটিয়ে বর্তমানে তিনি সিংগাপুরে কর্মরত। ২০০৭ সাল থেকে তথ্য নিরাপত্তা ডােমেইনে কাজ শুরু করেন।বিগত ১৪ বছর ধরে তিনি তথ্যনিরাপত্তা নিয়ে কাজ করছেন। তাঁর কর্মতৎপরতার বিষয়বস্তুর মধ্যে ব্যবস্থাপনা, নিরাপদ সফটওয়্যার ডেভেলপমেন্ট, পেনিট্রেশন টেস্টিং এ এক ই সার্ভিস সিকিউরিটি উল্লেখযােগ্য।