Skip to Content
Filters

author.name

রেজাউল করিম (অধ্যাপক)

রেজাউল করিম সহকারী অধ্যাপক, রেজাউল করিমের জন্ম পহেলা জুন ১৯৬৭, জয়পুরহাট জেলার অন্তর্গত শাহাপুর গ্রামে। বাবা মাে. রইচউদ্দিন মণ্ডল এবং মা মােছা. তাহেরা খাতুন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে এমএ (দর্শন) ডিগ্রি লাভ করেন। ১৯৯৪ সালে তিনি নুনগােলা ডিগ্রি কলেজে অধ্যাপনা পেশায় যােগদান করেন। বর্তমানে তিনি একই কলেজে অধ্যাপনা। পেশায় সহকারী অধ্যাপক পদে নিযুক্ত আছেন। ইতিপূর্বে তাঁর লিখিত গবেষণালব্ধ দুটো বই মুঘল সাম্রাজ্যে নারী ও দ্য হিস্ট্রি অব রয়্যাল লেডিস ইন মুঘল এমপায়ার প্রকাশিত হয়েছে। তারপরে একটি। কবিতার বই পাশ্চাত্য রােমান্টিক কবিতা প্রকাশিত হয়েছে। তাঁর স্ত্রী মােছা. মৌসুমী বেগম। প্রথম পুত্র মুশফিকুর রহমান একাদশ শ্রেণির ছাত্র এবং ছােট পুত্র কামরুল হাসান নবম। শ্রেণির ছাত্র।