Skip to Content
Filters

author.name

রেজাউল করিম খোকন

রেজাউল করিম খোকন লেখালেখির জীবন পাঁচ দশক। প্রকাশিত হয়েছে অর্ধশতাধিক বই। অর্থনীতি, উন্নয়ন, সামাজিক, সাংস্কৃতিক বিকাশ, ব্যাংকিং বিষয়গুলো নিয়েও ইতোমধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বই প্রকাশিত হয়েছে তাঁর। লেখার বিষয় নির্দিষ্ট ছক বা পণ্ডিতে সীমাবদ্ধ ছিল না কখনোই। গল্প উপন্যাসের পাশাপাশি দেশের বিভিন্ন দৈনিক সাপ্তাহিক এবং পত্রিকায় কলাম, নিবন্ধ ও ফিচার লিখে চলেছেন। সমকালীন নানা বিষয় থেকে বিচিত্র, কৌতূহল-উদ্দীপক অনেক কিছুই তাঁর লেখায় উঠে আসে। সহজ-সরল সাবলীল ভাষায় বর্ণনা পাঠককে আকৃষ্ট করে, আলোড়িত করে। বড়োদের পাশাপাশি আজকাল ছোটোদের জন্যও লিখছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর দেশের শীর্ষস্থানীয় একটি বাণিজ্যিক ব্যাংকে কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেছেন। কর্মজীবনে দায়িত্বপূর্ণ পদে অনেক অনেক কর্মব্যস্ততার মাঝেও লেখালেখি অব্যাহত রেখেছেন। নিরলসভাবে এখনও লিখছেন।