শফি আহমেদ
শফি আহমেদ লেখালেখির জগতে চোখে পড়ার মতো কোনো নাম নয়। প্রবলভাবে অনুরুদ্ধ বা তাগিদপ্রাপ্ত না হলে কোনো কিছু লেখেননি। উচ্চশিক্ষা স্তরে শিক্ষকতা করেছেন চার দশকেরও বেশি। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে সদাসক্রিয়। মঞ্চনাটকের প্রতি সবিশেষ অনুরাগী। রবীন্দ্রনাথ ও শেকসপীয়র ছাড়াও পঠন-পাঠনের ক্ষেত্রে তার অগ্রাধিকার- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইউরোপীয় নাটক। International Theatre Institute Worldwide 4 International University Theatre Association-এর শিক্ষণ ও প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে তিনি তিন দশকের অধিককালব্যাপী যুক্ত। তাঁর প্রধান অন্বেষার এলাকা হলো উত্তর- উপনিবেশিক চিন্তা-চর্চা, তুলনামূলক সাহিত্য, সমাজতাত্ত্বিক বুননে রচিত উপন্যাস ও প্রান্তজনীন সংস্কৃতি। ১১ গ্রন্থ ছাড়াও, দেশে-বিদেশে বাংলা ও ইংরেজিতে প্রকাশিত তাঁর রচনার সংখ্যা শতাধিক।