Skip to Content
Filters

author.name

শম্পা হাসনাইন

শম্পা হাসনাইন জন্ম এবং বেড়ে ওঠা সাংস্কৃতিক ঐতিহ্যের শহর, শিক্ষানগরী ময়মনসিংহে। কৈশাের কেটেছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের কঠিন নিয়ম কানুনের মধ্য দিয়ে। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর তিনি ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংএ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মা সামসাদ হাসনাইন একটি স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। তাঁর অনুপ্রেরণায় লেখালেখির সাথে সম্পর্কটা শম্পার ছােটবেলা থেকেই। সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা শম্পা হাসানাইনের বড় ভাই মােমেন হাসনাইন, পেশা জীবনে ডাক্তার হলেও, একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত আবৃত্তিকার। বাড়ির সবার ছােট মেয়ে শম্পা। তাই জন্মের পর থেকেই তিনি পেয়েছেন। সংস্কৃতি আর সাহিত্যের ভুবনকে কাছ থেকে জানার সুযােগ। ২০১০ সালে 'মাটির পিঞ্জিরা' চলচ্চিত্রের মাধ্যমে শম্পার অভিনয় জীবনের শুরু। অভিনয় জীবনে বাংলাদেশ-ভারত মিলে আটটি চলচ্চিত্র তার এ পর্যন্ত মুক্তি পেয়েছে। ২০১২, সাল থেকে টানা নাটকেও তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। এর মধ্যে উল্লেখযােগ্য নাটক, ২৫০ পর্বের ধারাবাহিক ‘বড় বাড়ির ছােট বউ', যার নাম ভূমিকায় অভিনয় করে শম্পা দর্শক পরিচিতি পান। অভিনয় জীবনে স্বীকৃতি হিসেবে পেয়েছেন ট্র্যাব (টেলিভিশন রিপাের্টার্স এসােসিয়েশন বাংলাদেশ) সেরা। অভিনেত্রী পুরস্কার, সাঁকো চলচ্চিত্র পুরস্কার, বেগম রােকেয়া সম্মাননা স্মারক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক একাডেমি সম্মাননা, আলফা তারকা সেরা অভিনেত্রী পুরস্কারসহ আরাে অনেক সম্মাননা। শম্পা হাসনাইনের লেখালেখির হাতেখড়ি তার মায়ের কাছে। ক্যাডেট কলেজ জীবনে দেয়াল পত্রিকায় নিয়মিত লিখতেন। কলেজ জীবনে লেখালেখির জন্য বরাবরই পুরস্কৃত হতেন তিনি। অভিনয় জীবনের ব্যস্ততায় অনেকদিন লেখায় সময় দিতে পারেননি শম্পা। চা খাবে মীরু! লেখিকা শম্পা হাসনাইনের লেখা প্রথম উপন্যাস। আশা করা যায়, পাঠকের উৎসাহ ও অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে নিয়মিত লিখবেন তিনি।

Books by the Author