শরিফুল হাসান শুভ
শরিফুল হাসান শুভ পিতা- মাে. আব্দুল রাজ্জাক। মাতা- হামিদা বেগম। জামালপুর। সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের হনুমানের চর গ্রামে তার জন্ম। ব্রহ্মপুত্র নদীর জলে সাঁতার কেটে বেড়ে ওঠা তার শৈশবজীবন। শৈশব ও কৈশােরে অলীক কল্পনামাখা দিনগুলাে পার করে তারুণ্যের উদ্দীপ্ত ঝলমলে আলােয় বেড়ে উঠেছে তার বর্ণিল জীবন। তিনি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে সফলতার সাথে এলএলবি অনার্স ও এলএলএম মাস্টার্স পাশ করেন। তিনি ছােটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্বীবিত। বঙ্গবন্ধুর প্রতি তার অগাধ ভালােবাসা আর শ্রদ্ধা। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তার স্বপ্ন বঙ্গবন্ধু সকল বিতর্কের উর্ধ্বে থাকবেন। অনেকের অনুপ্রেরণা ও সহযােগিতায় লেখা বঙ্গবন্ধুর অসমাপ্ত ছাত্রজীবন গ্রন্থটি। জাতির পিতার ছাত্রজীবন নিয়ে গবেষণা করে লেখক শুভ তার শুভকর্ম দ্বারা আলােকিত করবে সমাজ। তার আগামী দিনের পথচলা উজ্জ্বল। ও অর্থবহ হােক সেই প্রত্যাশায়।